in

মাইরালামাইরালা সেন্টি খাইলামসেন্টি খাইলাম ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

যে ১০টি লক্ষণে বুঝবেন আপনার পার্টনার এবং আপনার সম্পর্ক একদম “টুরু লাভ”

আপনি কি প্রেম করছেন? আপনার পার্টনার কি আপনাকে রেখেই খেয়ে ফেলে? আপনাকে রেখেই ঘুরতে চলে যায়? আপনাকে ময়নার মা বা ময়নার বাপ এমন নিকনেমে ডাকে না? ফেসবুকে আপনাকে নিয়ে প্রেমের লুতুপুতু পোস্ট দেয় না? তাহলে আপনার জন্য সমবেদনা। কারণ আপনার প্রেম টুরু লাভ নয় ব্রো। নিচের থেকে জেনে নিন কোন লক্ষনগুলো থাকলে আপনার আর আপনার সঙ্গীর সম্পর্ক দেখে বন্ধুরা বলবে ওমাগো এতো “টুরু লাভ”

১. “বাবু তুমি না খেলে আমিও খাবো না”, আপনার দুইজন এই নীতিতে বিশ্বাসী

via GIPHY

 

২. দিনের মধ্যে ১৪ বার মিস ইউ না লিখলে আপনাদের পেটের ভাত হজম হয় না

via GIPHY

 

৩. কালকে দেখা করেও আপনারা একে অন্যকে মেসেজ দেন “কতদিন দেখা হয় না”

via GIPHY

 

৪. রাতের বেলায় বাবুকে গুডনাইট বলার সাথে সাথেই ঘুমিয়ে যান দুজনে

via GIPHY

 

৫. বিয়েশাদীর ঠিক নেই আপনারা একে অন্যকে ময়নার মা, ময়নার বাপ এসব নামে ডাকেন

via GIPHY

 

৬. যেখানেই যান না কেন, একজন আরেকজনের সাথে লেজের মতো লেগে থাকেন

via GIPHY

 

৭. বাবুর অনুমতি ছাড়া কেউই কিছু করেন না

via GIPHY

 

৮. একজন আরেকজনের প্রোফাইলে সারাক্ষন প্রেম সংক্রান্ত কিছু না কিছু পোস্ট করতেই থাকেন

via GIPHY

 

৯. বন্ধুদের আড্ডাতেও একে অন্যকে নিয়ে যাওয়াটা এখন রুটিন

via GIPHY

 

১০. ওমাগো আপনাদের সম্পর্ক এক্কেবারে “টুরু লাভ”, এমন সম্পর্ক দেখে আমরা তো শিহরিত, আপনারা এগুলো প্রায়ই শোনেন

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যে ৯টি উপায়ে ট্যুরে গিয়েও নিজেকে শীতের কাছে আপোসহীন প্রমান করবেন

Quiz: জেনে নিন কোন দেশি চাইনিজ আইটেমটি আপনি