in , ,

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

Endgame প্রথম শোয়ের টিকেট না এনে দিলে বয়ফ্রেন্ডকে ব্রেকআপের হুমকি দিলেন NSU ছাত্রী

Avengers: Endgame প্রথম শোয়ের টিকেট না এনে দিলে বয়ফ্রেন্ডকে ব্রেকআপের হুমকি দিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফারিহা নামের এক ছাত্রী। এ ব্যাপারে তিনি বলেন “মানুষ প্রেম করলে হাতে চাঁদও নাকি এনে দেয় শুনেছি, আর ও আমার জন্য সামান্য Endgame প্রথম শোয়ের টিকেট এনে দিতে পারবে না! যে আমার জন্য সামান্য Endgame টিকেট নিয়ে যুদ্ধ করতে পারবেনা তার সাথে আবার কিসের প্রেম? তার সাথে আমি আজীবন কাটাবো কিভাবে? আমার চাইনা এমন প্রেম! আমার Endgame এর প্রথম শোয়ের টিকেট চাই ই চাই” বলে ঐ ব্র্যাকের আপুটি ন্যাকা কান্না শুরু করে দেন।

এদিকে Endgame এর টিকেট নিয়ে আপুটির জাস্টফ্রেন্ড গোপন রাজনীতি করতে পারে বলে ধারণা করছেন তার বয়ফ্রেন্ড। তাই বয়ফ্রেন্ড তার সব বন্ধুকে বলার পাশাপাশি নিজেও টিকেটের কালো বাজারি কালা মানিক ওরফে কালো চিতা নামের একজন ব্ল্যাকারের কাছে অগ্রিম টিকেটের বুকিং দিয়ে রেখেছেন বলে জানা যায়। আপুর বয়ফ্রেন্ড এ ব্যাপারে আরও বলেন “আমার তো জীবন শেষ ভাই Endgame আমার প্রেমের Endgame করে দিচ্ছে, কাল টিকেট না পেলে আমার তো খেলা শেষ!”

আমাদের প্রতিনিধি এ ব্যাপারে আপুটির জাস্টফ্রেন্ডকে ফোন করে তার রাজনীতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান যে তিনিও টিকেটের ব্যবস্থা করতে ব্যস্ত আছেন।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।


আরও পড়ুন –

 

 

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz : শুধুমাত্র Game of Thrones-এর একজন অন্ধভক্তই এই চরিত্রগুলোকে চিনতে পারবে। আপনি পারবেন তো?

Exclusive Interview: থ্যানোসের স্ন্যাপ থেকে বাঁচতে মিরপুরের ধুলার মধ্যে আশ্রয় নিয়েছিলেন Hawkeye